
		ক্রীড়া ডেস্ক: বাঁচা-মরার ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। লাহোরে বুধবার আগে ব্যাট করে ইব্রাহিম জাদরানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৫ রানের পুঁজি গড়েছিল আফগানরা।
জবাবে জো রুটের সেঞ্চুরিতে জয়ের ভালো সম্ভাবনা তৈরি করে ইংলিশরা। কিন্তু স্নায়ুচাপ সামলে পরে দারুণভাবে ম্যাচে ফিরে আফগানিস্তান। সেই সঙ্গে তুলে নেয় রোমাঞ্চকর এক জয়।
এদিনের হারে এক ম্যাচ হাতে থাকতেই ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ইংল্যান্ডের। আর সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রইল আফগানিস্তানের।
২৮ ফেব্র“য়ারি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানরা। সেমিফাইনাল খেলতে হলে অবশ্য ম্যাচটি তাদের জিততেই হবে। ১ মার্চ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।
মন্তব্য করুন