
		ক্রীড়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইউএই’র হয়ে জোড়া গোল করেছেন জর্জিয়া গিবসন। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আফঈদা। বুধবার (২৬ ফেব্রুয়ারি ) দুবাইয়ের এফএ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
আমিরাতে দুদিন থেকে চলছে ঠান্ডা আবহাওয়া। বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য সুবিধাজনক আবহাওয়া থাকা সত্ত্বেও ম্যাচের ১৮তম মিনিটেই লিড নিয়ে নেয় স্বাগতিক আরব আমিরাত। স্কোর শিটে নাম তোলেন এলিজাবেথ ফরশো।
মিনিট দশেকের মধ্যে লিড দ্বিগুণ করেন জর্জিয়া গিবসন। তবে ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান অধিনায়ক আফঈদা খন্দকার। ২-১’এ পিছিয়ে থেকে বিরতি যায় পিটার বাটলার শিষ্যরা।
বিরতির পর বাংলাদেশের জালে আরও একবার বল পাঠান জর্জিয়া। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা না পেলে ৩-১ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় দলের ১৮ সিনিয়র ফুটবলার ছাড়াই এই ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ।উল্লেখ্য,আগামী দোসরা মার্চ আমিরাতের বিপক্ষে আরেকটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।
মন্তব্য করুন