
		নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ভিত্তিক বন্ধুদের বৃহত্তম সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স- ডুফা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে টাইটান টাইগার্স। আর রানার্স আপ হয়েছে অ্যাভেঞ্জারস। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে এই লিগ অনুষ্ঠিত হয়। এতে চারটি টিম অংশ নেয়। লিগ পদ্ধতির খেলায় অংশ নেয়া দলগুলো হলো- ডুফা টাইটান টাইগার্স, ডুফা লায়ন্স, ডুফা বার্নার্স ও ডুফা অ্যাভেঞ্জারস। লিগ পদ্ধতির খেলায় শীর্ষস্থানীয় দল দুটি ফাইনালে অংশ নেয়।ফাইনালে ডুফা টাইটান টাইগার্স ডুফা এভেঞ্জার্সকে পরাজিত করে ডিপিএল ৫ম আসরের শিরোপা অর্জন করে। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটসম্যান জাবেদ ওমর বেলিম। প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী হাফিজুর রহমান। উল্লেখ্য এই গ্লোবাল ট্রেডিং কোম্পানি (জিটিসি) এ বছরের ডিপিএল-৫ এর টাইটেল স্পন্সর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডুফার প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন পল্লব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড: নিয়ামুল ইসলাম, বর্তমান সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর মাহবুব কায়সার, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন মিরাজ মিঠু, কোষাধ্যক্ষ আশ্রাফুল হাসান আদনান এফসিএ, স্পোর্টস স্ট্যান্ডিং কমিটির কো-অর্ডিনেটর মেজবাউল আলম টুটুলসহ অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৪২ টি বিভাগ, মেডিক্যাল কলেজ ও ১ টি ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় ৪৫০০ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এলামনাই সংগঠন ডুফা। সদস্যদের কল্যাণে এর ১৫টি স্ট্যান্ডিং কমিটি নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। স্পোর্টস স্ট্যান্ডিং এর মধ্যে অন্যতম । সদস্যদের কল্যাণে ডুফা প্রতিষ্ঠিত হলেও সংগঠনটি ইতিমধ্যে জাতীয় দুর্যোগ মোকাবেলায়ও প্রশংসনীয় ভূমিকা রেখেছে।
মন্তব্য করুন