
		নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয় দলে কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে বলে মনে করেন বিসিবির পরিচালক আকরাম খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটসম্যানদের দায়িত্বহীনতার কারণেই দলের ভরাডুবি হয়েছে বলেও মনে করেন তিনি। মুশফিক-মাহামুদুল্লাহর অবসরের সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দেয়া কথা জানান আকরাম খান।
আইসিসির বৈশ্বিক আসরগুলোতে বাংলাদেশে ক্রিকেটের ব্যার্থতার গল্প নতুন কিছু না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স ছিলে বেশ হতাশাজনক।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যদেশের ব্যাটসম্যানরা যেখানে চার-ছক্কার ফুলঝুড়ি ফুটান সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা অপ্রয়োজনীয় শর্ট খেলে উইকেট বিলিয়েছেন। বাংলাদেশ যেখানে গত ১৭ মাসে লাগাতার খারাপ করছে, সেখানে প্রতিবেশী ভারত আইসিসির তিনটি টুর্নামেন্টেরই ফাইনালে উঠেছে। যার মধ্যে একটিতে চ্যাম্পিয়ন। বিসিবির পরিচালক আকরাম খান জানান, বাংলাদেশ দলে ভালো ক্রিকেটার আছে, তবে গুণ সম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বয়সের কথা চিন্ত করলেও প্রশ্ন আসছে জাতীয় দলে এই অভিজ্ঞ দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে। তবে মুশফিক-মাহমুদউল্লার ভবিষ্যৎ নিয়ে তাদের উপরই ছেড়ে দিতে বললেন বিসিবি পরিচালক আকরাম খান।
এদিকে ক্রিকেটের তিন ফরম্যাটে তিন অধিনায়কের পক্ষে নন এই সাবেক অধিনায়ক।
মন্তব্য করুন