
		ক্রীড়া প্রতিবেদক: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার রাত ১১টার কিছু পর সামাজিক যোগাযোগ মাধ্যম--ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্সের জন্য নানা সমালোচনার মুখেও পড়েছিলেন মুশফিক। কথা হচ্ছিল ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও।
এবার সেই ধারণাই সত্যি হলো। ফেসবুক পোস্টে মুশফিক লিখেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। পোস্টটিতে তিনি আরও লিখেন দেশের হয়ে যখনই মাঠে নেমেছি, সর্বদা শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি, সততা ও নিষ্ঠার সঙ্গে।
মুশফিকুর রহিমের এই অবসরের মধ্যে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো।
মন্তব্য করুন