মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১০:২৫ এএম

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার বিকেল ৩টায় শুরু হয়েছে খেলা। ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেছে।

আজকের ফাইনাল নিয়ে ভারত টানা ১৫ ম্যাচ এবং রোহিত ১২ ম্যাচে টস হেরেছেন। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচে টস হারের বিব্রতকর রেকর্ডে শীর্ষে থাকা ব্রায়ান লারাকেও (১২) ছুঁয়ে ফেলেছেন রোহিত।

এক সপ্তাহ আগেই আবুধাবির ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কাছে হেরেছিলো নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউই অধিনায়ক মিচেল সান্তনার। ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে ৯ উইকেটে ২৪৯ রান করতে সক্ষম হয় ভারত। পেসার ম্যাট হেনরি নেন ৫ উইকেট।

জবাব দিতে নেমে বরুন চক্রবর্তির ৫ উইকেটে ভর করে নিউজিল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে দেয় ভারত। ৪৪ রানে হেরে যায় নিউজিল্যান্ড।কিন্তু সেই একই মাঠে টস জিতে আজ আর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেননি সিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলটি।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়ং, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও’ররকি।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ সামি, বরুন চক্রবর্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা