মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৭:৫৯ পিএম

ক্রীড়া ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তুলেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান তোলে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় ভারত। আর এই ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা।

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন ভারতের রোহিত শর্মা। আর নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র হয়েছেন টুর্নামেন্ট সেরা।

নিউজিল্যান্ডের সুযোগ ছিলো ২৫ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধারের। কিন্তু ব্ল্যাকক্যাপ্সদের সেই স্বপ্ন ম্লান হলো ভারতের কাছে হেরে। শিরোপা নির্ধারনীর খেলায় নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তুললো রোহিত শর্মা-ভিরাট কোহলিরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিলো নিউজিল্যান্ডের। ৫৭ রানে ওপেনার ব্যাটার উইল ইয়ং আউট হলে প্রথম উইকেট হারায় ব¬্যাক ক্যাপস্রা। এরপর, ১০৪ রানে টপ ওর্ডারের আরো ৩ ব্যাটার হারালে দলের হাল ধরেন ড্যারিল মিচেল। শেষ পর্যন্ত মিচেলের সর্বোচ্চ ৬৩ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড ৭ উইকেটে ২৫১ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করেন অপরাজিত ছিলেন মাইকেল ব্রেসওয়েল।

ভারতের পক্ষে ২ উইকেট নিয়েছেন কুলদ্বীপ যাদব ও বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি ও রভিন্দ্র জাদেজা।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ব্যাটার রোহিত শর্মা ও শুভমান গিল। দলীয় ১০৫ রানে শুভমান গিল আউট হলে প্রথম উইকেট হারায় ভারত। এরপর মাত্র ১ রান যোগ করে ভিরাট কোহলি আউট হয়। শেষ পর্যন্ত রোহিত শর্মার সর্বোচ্চ ৭৬ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌছায় ভারত। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন রোহিত শর্মা। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন ৮শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা