
		নিজস্ব সংবাদদাতা: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শাইনপুকুরের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে লিজেন্ড অফ রূপগঞ্জ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৫ ওভারে ৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। তানভির ইসলাম ও রেজাউর রাজা নেন তিন উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৯ ওভার কোন উইকেট না হারিয়ে সহজ জয় পায় লিজেন্ড অফ রূপগঞ্জ। সাইফ ৩৯ ও তামিম ৩৫ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে, বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৭৫ রানে বড় ব্যাবধানে হেরেছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। আরেক ম্যাচে গুলশান ক্লাবের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক।
মন্তব্য করুন