মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিদেশী লিগে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে মাসুরা-রূপনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৪ এএম

ক্রীড়া ডেস্ক: অবশেষে বিদেশী লিগে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মাসুরার। তবে তিনি একা নন, তার সঙ্গে ভুটান যাচ্ছেন আরেক নারী ফুটবলার গোলরক্ষক রূপনা চাকমা। দুইজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন। এরই মধ্যে বাফুফে এই দুই খেলোয়াড়কে ভুটানের লিগ খেলার ছাড়পত্র দিয়েছে। সাতক্ষীরার নিজ বাড়ি থেকে এ কথা জানিয়েছেন মাসুরা পারভীন।

মাসুরা বলেন, ‘সভাপতি মহোদয় (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) আমাদের বলেছিলেন, ক্যাম্প ছুটি থাকছে। আমরা চাইলে বাফুফে ভবনে থেকে কিংবা বিকেএসপিতে অনুশীলন করতে পারি। তবে আমরা বাড়ীতেই আছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা বিদেশের লিগে খেলবো। এখন সেই স্বপ্ন পূরণের পথে।

আগামী ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। ক্লাব চাইলে মাসুরারা ঈদের আগেই চলে যাবেন থিম্পুতে। না হলে ঈদের পরপরই। প্রায় ৬ মাস ধরে চলবে ভুটানের লিগ। এ সময়ের মধ্যে এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলে সেখান থেকে এসেই খেলবেন।

ভুটানের ক্লাব কেমন সম্মানী দেবে এ প্রসঙ্গে মাসুরা জানান, ‘সম্মানী কোনো বিষয় না। আমি সেটাকে গুরুত্বও দেইনি। আমি গুরত্ব দিচ্ছি খেলাকে। এখন যেহেতু ক্যাম্প ছুটি আছে, এই সময়টায় নিজেকে খেলার মধ্যে রাখতে চাই। ট্রান্সপোর্ট ইউনাইটেড আমাকে যে সম্মানী দেবে তার চেয়ে বেশি প্রস্তাব দিয়েছিল ভুটানের আরেকটি ক্লাব। আমি যেহেতু এই ক্লাবকে কথা দিয়েছি, তাই এই ক্লাবেই যাবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা