মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিউজিল্যান্ডের বড় জয়ে শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৬:৩০ এএম

অনলাইন ডেস্ক : নতুন শুরুর আশায় পাকিস্তান দলে বড় পরিবর্তন এনেছিল। কিন্তু পরিবর্তিত স্কোয়াড নিয়ে শুরুটা মোটেও শুভ হলো না। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ১০.১ ওভারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিক কিউইরা। সিরিজে এগিয়ে গেল তারা ১-০ ব্যবধানে।

আইপিএল, পিএসএলসহ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের কমিটমেন্ট থাকায় নিউজিল্যান্ড এবার পাকিস্তানের বিপক্ষে দলের সব সেরা ক্রিকেটারকে একসঙ্গে পায়নি। প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দিতে হয়েছে। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল ব্রেসওয়েল। এই দলটির সামনে একটুও প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তানিরা।

গত বছরও নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো পাকিস্তান। ওই সিরিজের শেষ ম্যাচে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের করা ১৩৫ রানের জবাবে ৯২ রানে অলআউট হয়েছিলো পাকিস্তানিরা।

এক বছর পর একই ভেন্যুতে সেই ৯২ রান করেই ৯ উইকেটের জয় তুলে নিয়েছে কিউইরা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ব্যাট করতে নেমে কাইল জেমিসন ও জ্যাকব ডাফির আগুনে বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। দু’জন ভাগ করে নেন ৭ উইকেট।

৩.৪ ওভারে ১৪ রান দিয়ে জ্যাকব ডাফি নেন ৪ উইকেট। ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন জেমিসন। ইস সোধি ২ উইকেট নেন ২৭ রান দিয়ে। ব্রেসওয়েল সবচেয়ে বেশি, ২৮ রান দিলেও কোনো উইকেট পাননি। ৩ ওভারে ১১ রান দিয়ে জাকারি ফকস নেন ১ উইকেট।

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান আসে মিডল অর্ডার খুশদিল শাহ-এর ব্যাট থেকে। ১৮ রান করেন নতুন অধিনায়ক সালমান আগা। ১৭ রান করেন জানদাদ খান। বাকি ব্যাটাররা দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। দুই ওপেনার সবচেয়ে বেশি হতাশ করলেন। মোহাম্মদ হারিস ও হাসান ওয়াজ- দু’জনের কেউই রানের খাতা খুলতে পারেননি।

শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৯১ রান তুলতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার টিম সেইফার্টের উইকেট হারাতে হয়েছিলো শুধু কিউইদের। আবরার আহমেদের বলে উইকেটের পেছনে মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৪৪ রান করে।

ফিন অ্যালেন ও টিম রবিনসন অপরাজিত থেকে ১০.১ ওভারেই নিউজিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৭ বলে ২৯ রানে ফিন অ্যালেন এবং ১৫ বলে ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা