
		ক্রীড়া ডেস্ক : ইংলিশ কারাবাও কাপ ফুটবলের ফাইনালে লিভারপুলের বিপক্ষে জয় দিয়ে এবারের শিরোপা জিতে ঘরোয়া কোন লিগের শিরোপা জয়ের ৭০ বছরের খড়া কাটিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।
ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। খেলার প্রথমার্ধের শেষ মিনিটে ড্যান বার্নের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নিউক্যাসেল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫২ মিনিটে নিউক্যাসেলের ফলাফল দ্বিগুন হয় আলেক্সান্ডার ইসাকের গোলে।
এদিকে, খেলার শেষ পর্যায়ের অতিরিক্ত সময়ে ফেডেরিকো চিয়েসার গোলে লিভারপুল ব্যবধান কমালেও হার এড়াতে ব্যর্থ হয় দলটি। আর ২-১ গোলের জয় নিশ্চিত হয় নিউক্যাসেল ইউনাইটেডের।
মন্তব্য করুন