
		ক্রীড়া ডেস্ক: আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিলেন ইংল্যান্ড থেকে আসা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। রাজধানীর একটি হোটেলে আজ প্রথমবারের মতো বাংলাদেশ দলের সব খেলোয়াড়দের সাথে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন হামজা। ভারতের বিপক্ষে চাপমুক্ত হয়ে খেলার লক্ষ্য বাংলাদেশের, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারদের জন্য বাড়তি চাপ হয়ে থাকে কিছুটা। ইংল্যান্ড থেকে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর বিশ্বের সেরা ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞাতা থাকলেও, আগে কখনো কোন জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। তবে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আনুষ্ঠানিক ভাবে যোগদানের পর সংবাদ সম্মেলনে হামজা জানালেন কোন চাঁপই অনুভব করছেন না তিনি।
ভারতের বিপক্ষে শিলংয়ে এএফসি এশিয়া কাপ ফুটবল বাছাইয়ের খেলায় মাঠে নামার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৫ দিনের অনূশীলন ক্যাম্প রয়েছে। হামজার লক্ষ্য কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার পরিকল্পনা অনুযায়ী অনূশীলন করা। ।
এদিকে, খেলায় দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন জামাল ভুঁইয়াই। হামজার মতো ফুটবলারকে দলে পেয়ে তিনিও উচ্ছ্বসিত।
আগামী ২৫শে মার্চ শিলংয়ে স্বাগতিক ভারত জাতীয় ফুটবল দলের বিপক্ষে এএফসি এশিয়া কাপ ফুটবল বাছাইয়ের ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সী গায়ে অভিষেক হবে হামজা চৌধুরির।
মন্তব্য করুন