
		নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিভাগের অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের ৪ দিন ব্যাপী সিলেকশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেড়িয়ামের অনুশীলন মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিভাগের অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) তত্ত্বাবধানে এই আবাসিক ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিভাগীয় ১১ জেলার নির্বাচিত ৫১ ক্রিকেটার অংশ নেয়। নানা প্রশিক্ষণ অনুশীলন ও দু দিনের ম্যাচ আয়োজন শেষে ২০ জন ক্রিকেটারকে নির্বাচিত করেন বিসিবি মনোনীত নির্বাচক ও সাবেক জাতীয় ক্রিকেটার গোলাম ফারুক চৌধুরী সুরু। চারদিনব্যাপী এই ক্যাম্প তত্ত্বাবধান করেন বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক, ফেনীর জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন ও বান্দরবানের জেলা কোচ রাহুল বিশ্বাস।
এদিকে, ক্যাম্পের সুষ্ঠু পরিচালনা ও দল নির্বাচনের সার্বিক খোঁজ নিতে জহুর আহমদ চৌধুরী স্টেড়িয়ামের অনুশীলন আসেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক শাহনেওয়াজ রিটন। পরিদর্শন শেষে তিনি শক্তিশালী চট্টগ্রাম বিভাগীয় দল গঠন করে জাতীয় লীগে ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্যাম্প থেকে নির্বাচিত ২০ ক্রিকেটার নিয়ে ঈদের পর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১০ দিনের বিশেষ স্কিল ক্যাম্প।
মন্তব্য করুন