মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভবিষ্যতে নজর আর্জেন্টিনা কোচের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৫:০৮ এএম

ক্রীড়া ডেস্ক : ভবিষ্যতের আর্জেন্টাইন ফুটবল গোছানোর দিকে নজর আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। সিনিয়র খেলোয়াড়দের জন্য বিকল্প খুঁজে বের করার পরিকল্পনা করার পাশাপাশি সময় আর সুযোগ পেলেই তরুণদের খেলার সুযোগ করে দিতে চান তিনি। তার মতে, বর্তমান দলটিতে বয়স বাড়ছে এবং কিছু খেলোয়াড়ের জন্য নতুন মুখের প্রয়োজন হয়ে পড়বে।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে রক্ষণভাগে নিকোলাস ওতামেন্ডি ও ক্রিশ্চিয়ান রোমেরোর জুটি দারুণভাবে কাজ করেছে, তবে স্কালোনি জানিয়ে দিয়েছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সিনিয়র খেলোয়াড়দের বিকল্প খুঁজে বের করা জরুরি। ‘বয়স বাড়ছে এবং একসময় আমাদের ওতামেন্ডির বিকল্প খুঁজতে হবে,’ বলেছেন স্কালোনি।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পরেই সিনিয়রদের বিকল্প খোঁজার কথা জানান দিয়ে স্কালোনি, বলেন যদিও তারা পরিবর্তন আনার মতো কোনো বিকল্প আমাকে দিচ্ছে না। তাই এটা কঠিন হবে। তবে কোনো একটা পর্যায়ে এটা হবেই, কারণ সবারই বয়স হচ্ছে এবং নতুন মুখ আসবেই। এই মুহূর্তে এটা কঠিন তবে এটা হবেই।’

আর্জেন্টিনায় অবশ্য পালাবদলের হাওয়া একেবারেই লাগেনি এমন বলা চলে না। চোটের জন্য অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি নেই লাউতারো মার্তিনেজ, পাউলো দিবালা, জিওভানি লো সেলসো, গঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজের মতো পরীক্ষিত মুখেরা। অথচ এদের নিয়েই আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের শিরোপাটা।

স্কালোনি বলেন, ‘যারা এখনো নিয়মিত খেলছে না, তাদের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত, যেন তারা সতীর্থদের চ্যালেঞ্জ করতে পারে। মেসি বা ওতামেন্ডির মতো খেলোয়াড়রা একসময় দলের বাইরে চলে যাবে, তখন আমাদের নতুন মুখ নিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটা আনহেল দি মারিয়ার ক্ষেত্রে ঘটেছে, মেসির ক্ষেত্রেও হবে। পারেদেস, দে পল—এমন আরও কিছু খেলোয়াড়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। আমাদের তরুণদের প্রস্তুত করতে হবে, যাতে তারা পরবর্তীতে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে নিজের স্থান তৈরি করতে পারে।’

আর্জেন্টিনার ফুটবল দল এখন যে পালাবদলের মুখোমুখি, তা কেবল দলে নয়, দেশের ফুটবল সংস্কৃতিতেও নতুন একটি অধ্যায়ের সূচনা হতে পারে। স্কালোনি তরুণদের সুযোগ দিয়ে তাদের প্রস্তুত করতে চান ভবিষ্যতের জন্য। ‘আমরা তাদের প্রস্তুত করে দিচ্ছি, যাতে তারা একদিন বিশ্বকাপের মতো বড় আসরে নিজেদের প্রমাণ করতে পারে,’ বলেন কোচ।

আর্জেন্টিনার ফুটবল দলে বড় পরিবর্তন আসার পথে। স্কালোনির নেতৃত্বে, দেশটি প্রস্তুত হচ্ছে নতুন প্রজন্মের খেলা এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী একটি দল গঠনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা