
		ক্রীড়া ডেস্ক: তামিমের অসুস্থতার খবরে তার পাশে থাকতে না পারার আক্ষেপ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একটা সময় তামিমের সাথে জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন মাশরাফি। সাবেক এই পেসার বয়সে তামিমের চেয়ে বড় হলেও তাদের সম্পর্কটা ভাই-বন্ধুর মতোই! এবার তামিম অসুস্থ হওয়ায় উদ্বিগ্ন মাশরাফি।
তামিমের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি লিখেছেন, তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মনোজের ক্যারিয়ারটা খুব বেশি বড় না হলেও তামিমের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের। বাংলাদেশের সাবেক অধিনায়কের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মনোজ লিখেছেন, এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা! দ্রুত হও তামিম ইকবাল।
মন্তব্য করুন