মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

`তামিমের জন্য বন্ডে সাইন করা কঠিন সিদ্ধান্ত ছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৫:১২ এএম

ক্রীড়া প্রতিবেদক : বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পরেন তিনি।

এরপর সাভারের কেপিজি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হার্ট অ্যাটাকের কারনে তামিমের অবস্থা গুরুতর হওয়ায় হার্টে রিং পরানোর আগে কিছু কাগজে আনুষ্ঠানিকতা সারতে হয়েছিল। রিং পরানোর জন্য একটি অপারেশন লেগেছিল। সাধারণত এই ধরনের চিকিৎসার আগে পরিবারের পক্ষ থেকে সম্মতি বা বন্ড নেওয়া হয়ে থাকে। কিন্তু সাভারে সেই সময় তামিমের পরিবারের কেউ ছিলেন না।

স্ত্রী বা বড় ভাই নাফিস ইকবাল কিংবা রক্তের সম্পর্কীয় ছিলেন না কেউই। কিন্তু পরিবারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার মতো অবস্থাও ছিল না সেই সময়ে। যে কারণে তামিমের অপারেশনের বন্ডে স্বাক্ষর করার দায়িত্ব নেন ডিপিএলের ম্যাচ রেফারি দেবব্রত পাল।

শুরু থেকে সেই প্রক্রিয়ার কথ স্পষ্ট করে জানালেন জানালেন দেবব্রত। তিনি জানান, ‘এটা তো অনেক কঠিন একটা সিদ্ধান্ত ছিল। এগুলো তো সাধারণত পরিবারের লোকজনরাই করে থাকে। কেউ তখন ছিল না এ কারণে তো আমাকে সাইন করতে হলো। তো তখন ওখানে লেখা ছিল সম্পর্ক কি আমার সাথে তার। আমি সেখানে কলিগ লিখলাম।’

দেবব্রত পাল বলেন, ‘আমি সাইন করার আগেও নাফিস ইকবালের সাথে কথা বলেছিলাম। বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তারা সবাই বলেছে যে সাইন করতে। তামিমের সাথে দেখা হয়েছিল সোমবারই। ও চোখ খুলেছিল আমার দিকে তাকিয়েছিল। আমি না করেছিলাম কথা বলতে। এখন ভালো আছে, গতকালকে আমরা আর কেউ ভিতরে যাইনি। নাফিস, তামিমের স্ত্রী ওরা সবাই আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা