মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অ্যাডহক কমিটি পেল তিন ফেডারশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৩:১৩ পিএম

ক্রীড়া ডেস্ক: আরচ্যারি ফেডারেশন, খো খো ফেডারেশন ও বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ এসব কমিটির অনুমোদন দেয়।

গঠতি কমিটিতে আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলই রয়েছেন। অন্য দুই ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসেছে। আরচ্যারি ফেডারেশনের নেতৃত্বের উপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশংসা করেছেন। সেই আলোকেই আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত অ্যাডহক কমিটির মধ্যে আরচ্যারির আগে স্কোয়াশেও সাধারণ সম্পাদক স্বপদে আছেন।

অ্যাডহক কমিটির মধ্যে স্কোয়াশ ও আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদকই স্বপদে বহাল রয়েছেন। ফুটবল, ক্রিকেটের বাইরে অন্য ফেডারেশনগুলে মুলত সাধারণ সম্পাদক নির্ভর। আরচ্যারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানকে। প্রশাসনের বড় পদে থাকলেও ক্রীড়াঙ্গনে তার আগ্রহ রয়েছে।

ব্যাডমিন্টন, আরচ্যারির বেশ কয়েকটি টুর্নামেন্টে তিনি অতিথি হিসেবে এসেছিলেন। আরচ্যারি ফেডারেশনের সাফল্যের সঙ্গী পৃষ্ঠপোষক সিটি গ্র“প। ওই কাম্পানির প্রতিনিধি রয়েছেন। এর পাশাপাশি স্কয়ার গ্রুপের কর্মকর্তা মালিক আল সাঈদকে সহ-সভাপতি করা হয়েছে।

সাবেক খেলোয়াড়দের মধ্যে ইমদাদুল হক মিলন, রুবেল, তানভীর রয়েছেন। ক্রীড়া সংগঠক আলমগীর কবির হয়েছেন যুগ্ম সম্পাদক।

খো খো ফেডারেশনের সভাপতি করা হয়েছে সাবেক আমলা এএইচএম জিয়াউল হককে। সাবেক খেলোয়াড় কায়সার সাদিক সজীবকে সাধারণ সম্পাদক হয়েছেন। বেসবল সফটবলেও সাবেক আমলা আফজালুর রহমান সভাপতি ও সাবেক বেসবল খেলোয়াড় তালহা জুবায়ের সাধারণ সম্পাদক হয়েছেন। পৃষ্ঠপোষক, সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে কমিটির অন্য পদ বন্টন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা