
		ক্রীড়া ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) দেশ ছাড়ার কথা রয়েছে তার।
এর আগে গত ২৪ মার্চ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে তামিম। পরে তাকে সাভার কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে। দ্রুতই একটি রিং পরানো হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফেরেন তিনি। বর্তমানে বাসায় থেকেই বিশ্রামে রয়েছেন।
তবে পুরো শরীরের স্বাস্থ্য আরও ভালোভাবে পরীক্ষা করাতেই এবার সিঙ্গাপুরে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। তামিম ইকবালের পরিবার থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্তব্য করুন