
		ক্রীড়া ডেস্ক: থাইল্যান্ডে থাই ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। আজ (রোববার) এই প্রতিযোগিতার ব্যাকস্ট্রোক ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন সাঁতারু রাফি। ইতোমধ্যে রাফি বিশ্ব সাঁতার ফেডারেশন বৃত্তির আওতায় থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণে রয়েছেন।
পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রাফি ৫৮.৯০ সেকেন্ড টাইমিং করেন রাফি। এই ইভেন্টে এটা তার সেরা টাইমিং। ইভেন্টে প্রথম হওয়া থাই সাঁতারুর টাইমিং ৫৬.৯৩ আর দ্বিতীয় হওয়া হংকং সাঁতারুর টাইমিং ৫৭.৮৪। আগামীকাল (সোমবার) ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে তিনি অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের সম্ভাবনাময় সাঁতারু রাফি। জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড রয়েছে রাজবাড়ীর এই সাঁতারুর। বাংলাদেশ সাঁতার ফেডারেশন তাকে বিশ্ব সাঁতারের বৃত্তির মাধ্যমে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
মন্তব্য করুন