
		ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যাচ হেরে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। ক্রাভেন কটেজ স্টেডিয়ামে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক ফুলহ্যাম।
খেলা শুরুর ১৪ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলের এগিয়ে যায় লিভারপুল। তবে, প্রথমার্ধেই ফুলহ্যামের পক্ষে রায়ান, অ্যালেক্স ও রদ্রিগো একটি করে গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭২ মিনিটে লুইস ডিয়াজের গোলে ব্যবধান কমায় লিভারপুল।
এদিকে, খেলার বাকি সময় আর কোন দল গোল না করতে পারলে লিভারপুলের বিপক্ষে ৩-২ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ফুলহ্যাম। ম্যাচ হেরেও ১১ পয়েন্টের লিড নিয়ে তালিকার শীর্ষ স্থানেই আছে লিভারপুল। ফুলহ্যাম আছে অষ্টম স্থানে।
আরেক খেলায় গোল শুন্যে ম্যাচ ড্র করেছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
মন্তব্য করুন