
		ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এই টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ইনজুরির কারণে বিশ্রামে থাকবেন তাসকিন আহমেদ। তাসকিনের বদলে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়াও, নেয়া হয়েছে পেসার নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদদেরও।
দলে থাকছেন জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনসহ অভিজ্ঞ মুশফিকুর রহিম। পিএসএলে খেলতে যাওয়ায় দলে নেই লিটন দাস।
সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল, প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৮ এপ্রিল, চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
মন্তব্য করুন