
		ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেও এখনো বাকি দুই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঝে তার সেই দুটি ফরম্যাটেও নেতৃত্ব ছাড়ার গুঞ্জন উঠেছিল। পরবর্তী অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে মেহেদী হাসান মিরাজ। তিনি নিজেও দায়িত্ব পেলে তা যথাযথভাবে কাজে লাগাতে চান। যদিও শান্ত নেতৃত্বে থাকাবস্থায় তাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলছেন এই অলরাউন্ডার।
গতকাল (শুক্রবার) ‘কুল-বিএসপিএ’ ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এসময় স্পোর্টস পারসন অব দ্য ইয়ার হওয়ায় মিরাজ ‘বিএসপিএকে ধন্যবাদ জানান।
ওই অনুষ্ঠানে অধিনায়কত্ব প্রসঙ্গে এই টাইগার তারকা বলেন, ‘সবশেষ সিরিজে (অধিনায়কত্ব করার) সুযোগ পেয়েছিলাম, আমি করেছি। সাম্প্রতিক সময়ে বিপিএলেও অধিনায়কত্ব করেছি, শান্ত না থাকায় জাতীয় দলের ওয়ানডে এবং টেস্টেও করা হয়েছে।’
মন্তব্য করুন