মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কাল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ এএম

ক্রীড়া ডেস্ক: চলতি মাসে শ্রীলঙ্কায় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে ৬ ম্যাচের এই ওয়ানডে সিরিজ। লঙ্কানদের মাটিতে হতে যাওয়া এই সিরিজের জন্য ২১ এপ্রিল ঢাকা ছাড়বে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল তামিমকে। এ ছাড়া দলে রয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল ও কালাম সিদ্দিকি অ্যালিনরা। ১৫ সদস্যের এই দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রয়েছেন ৫ জন।

এর আগে গত ৬-১৯ এপ্রিল পর্যন্ত রাজশাহীতে যুব ক্রিকেটারদের ক্যাম্প অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের আগে ২৪ এপ্রিল ওয়ার্মআপ ম্যাচ খেলবে দুই দল। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই হবে হাম্বানটোটায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড :

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা