মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে রাঙ্গামাটিতে শুরু হতে যাচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে টুর্নামেন্ট শুরু উপলক্ষে সিজেকেএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার নানা তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান এবং সদস্য সচিব শাহনেওয়াজ রিটন।

আগামী বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙ্গামাটি ও বান্দরবান জেলা দল। বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে শুরু হওয়া এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে পাহাড়ী-বাঙালী সম্প্রীতির নৃত্যসহ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন।

উল্লেখ্য চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লাসহ বিভাগের ১১ টি জেলা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো দুটি জোনে ভাগ হয়ে রাঙ্গামাটি ও কুমিল্লা ভেন্যুতে খেলবে। পরে উভয় জোন চ্যাম্পিয়ন শিরোপা নির্ধারনী চুড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে।

টুর্নামেন্ট আয়োজনে বিভাগীয় অংশে সহযোগিতা করছেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও ডেইলি পিপল্স ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ আবুল বাশার, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টুর্নামেন্টের ফিকশ্চার প্রণয়ন, দলগুলোর জার্সির রঙ নির্ধারণ ও বাইলজ অনুমোদনসহ যাবতীয় কাজ জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে করা হয়েছে। জেলা দলগুলোর মধ্যে সম-প্রতিযোগিতা নিশ্চিতে বিদেশী বা অতিথি খেলোয়াড় না রাখার বিধান রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচের পরদিন শুক্রবার চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে লড়বে খাগড়াছড়ি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা