মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্নের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০২:২৫ পিএম

ক্রীড়া ডেস্ক: কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। শুক্রবার (২৫এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

পেহেলগাম সন্ত্রাসী হামলা বিষয়ে তাকে প্রশ্ন করা হলে, পাকিস্তানের সাথে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিকে তিনি সমর্থন জানান। সাবেক ভারত অধিনায়ক বলেন, পাকিস্তানের সাথে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এটা কোন তামাশা নয় যে প্রতি বছর এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপড়েন বহুদিনের। ২০০৮ সালের এশিয়া কাপে পাকিস্তান সফরের পর থেকে ভারত আর দেশটিতে সফর করেনি।

সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফিতে ভারত পাকিস্তান সফরে না গিয়ে, হাইব্রিড মডেলের অধীনে দুবাইয়ে সব ম্যাচ খেলেছে। সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এর পর ভারত পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এমন পরিস্থিতিতে সৌরভ পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে মন্তব্য করলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা