মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সম্মাননা পেলেন ম্যাচ রেফারি ডেভিড বুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১১:০৫ এএম

ক্রীড়া ডেস্ক: চলতি সিরিজ দিয়েই ম্যাচ রেফারি জীবনের শেষ অধ্যায় হতে যাচ্ছে অস্ট্রেলীয় কিংবদন্তি ডেভিড বুন। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টই তার আম্পায়ারিং ক্যারিয়ারে শেষ ম্যাচ।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে থাকছে। এই সিরিজ দিয়েই ম্যাচ রেফারি জীবনের শেষ অধ্যায় হতে যাচ্ছে অস্ট্রেলীয় কিংবদন্তির।

চট্টগ্রামে আজ সোমবার(২৮এপ্রিল) শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচ রেফারি বুনের হাতে টসের পর আইসিসির স্মারক তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনাদের সঙ্গে তখন করতালি দিতে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের। সম্মাননা স্মারক তুলে দেওয়ার ছবি বিসিবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে।

৬৫ বছরে পা রাখা বুন প্রায় ১৪ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি থেকেছেন তিনি। তাঁর শেষের সঙ্গে শুরুতেও জড়িয়ে আছে জিম্বাবুয়ে। ২০১১ সালে প্রথমবার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বুন। বুলাওয়েতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল। দীর্ঘ এই সময় ক্রিকেটের সঙ্গে আষ্টেপৃষ্ঠে যুক্ত থাকার পর এবার নিজ থেকেই অবসর নিতে চাইছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা