মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে স্বাগতিকদের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম

ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে, প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রান। স্বাগতিক স্পিনার তাইজুল ইসলাম পান ৫ উইকেট। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে চট্টগ্রামে টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনে স্বাগতিকরা। বাংলাদেশের ১০৭তম ক্রিকেটার হিসাবে টেস্টে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে সফরকারীরা। এই সিরিজ দিয়েই ম্যাচ রেফারির অধ্যায় শেষ করতে যাচ্ছেন অস্ট্রেলীয় কিংবদন্তি ডেভিড বুন। তাই তাকে বিশেষ সম্মাননা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যাটিংয়ে নেমে অনেকটা ওয়ানডে মেজাজে খেলতে থাকেন দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেট। এই জুটি ভাঙ্গেন অভিষিক্ত তানজিম সাকিব। বেনেট আউট হন ২১ রান করে। এরপর উইকেট বেশিক্ষণ টিকতে পারেনি আরেক ওপেনার বেন কারান। ন। তবে শন উইলিয়মসনকে সাথে নিয়ে বড় জুটি গড়ে তুলেন ব্যাটার নিক ওয়েলস। দুজনে মিলে ৯০ রান যোগ করার পর রিটায়ার্ড হয়ে মাঠের বাইরে যান ওয়েলচ। তার আগেই অবশ্য ফিফটি তুলে নেন তিনি। এরপর ৬৭ রান করে শন উইলিয়ামসন আউট হলে বিপাকে পড়ে জিম্বাবুয়ে দল। শেষ দিকে, তাইজুল ও নাঈমের স্পিন ঘূর্ণিতে দিশাহারা হয়ে পড়ে সফরকারী দল। তাইজুল ইসলাম নেন ৫ উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফাইফার। আর নাঈম হাসান নেন দুই উইকেট। দিন শেষ জিম্বাবুয়ে সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট ২২৭ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা