মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম

ক্রীড়া ডেস্ক: চরম নাটকীয় ও ঘটনাবহুল ফাইনাল জিতে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা ধরে রেখেছে বসুন্ধরা কিংস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে স্থগিত ফাইনালের বাকি ১৫ মিনিটের খেলায় কোনো গোল না হলে টাইব্রেকার কিংস ৫-৩ গোলে হারায় আবাহনীকে।

২২ এপ্রিল ফাইনালটি শেষ হতে পারেনি আলোকস্বল্পতার কারণে। তখন ম্যাচ বাকি ছিল অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট। এক সপ্তাহ পর সেই ১৫ মিনিটের ম্যাচে আবাহনী গোল করতে পারেনি ১০ জনের কিংসের বিপক্ষে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গোলরক্ষক শ্রাবণ একটি শট ফিরিয়ে দিয়ে কিংসকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন।

জোনাথন ফার্নান্দেজ টাইব্রেকারের প্রথম শটে গোল করে এগিয়ে দেন বসুন্ধরা কিংসকে। রাফায়েল আগস্ত আবাহনীর প্রথম শট নিয়ে লক্ষ্যভেদ করেন (১-১)। কিংসের দ্বিতীয় শট নেন মোরসালিন। ঠান্ডা মাথায় মিতুলের বাম দিকে জালে জড়ান তিনি। ২-১ এ এগিয়ে যায় বসুন্ধরা কিংস।

আবাহনীর দ্বিতীয় শট নেন এমেকা। আটকে দেন কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। পিছিয়ে পড়ে আবাহনী। ২-১ গোলে এগিয়ে থাকা কিংসের তৃতীয় শট নেন তপু বর্মন। গোল করে লিড বাড়িয়ে দেন ৩-১ ব্যবধানে।

আবাহনীর তৃতীয় শট নিতে আসেন সবুজ। গোল করে ব্যবধান ৩-২ করেন। ইনসান গোল করলে বসুন্ধরা কিংস এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। আবাহনী তখন ব্যাকফুটে। চতুর্থ শট নেন মিরাজুল ইসলাম। তার শট শ্রাবণ আটকে দিয়েছিলেন।

তবে শ্রাবণ গোললাইন থেকে এগিয়ে আসায় ওই শট বাতিল করা হয়। ফিরতি শটে মিরাজুল গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-৩। কিংসের পঞ্চম শটে গোল করে জয় নিশ্চিত করেন ব্রাজিলের ডেসিয়েল। ৫-৩ গোলে হেরে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙ্গে যায় আবাহনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা