
		ক্রীড়া ডেস্ক: কোপা দেল রের ফাইনালে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে শাস্তির শঙ্কাতেই ছিলেন আন্টোনিও রুডিগার। শাস্তির পরিমাণ কতটুকু হয়, সেটা নিয়েও গত কয়েকদিনে কথা হয়েছে বিস্তর।
তার অপরাধ রেফারিদের প্রতি ‘হালকা সহিংসতা’ হিসেবে বিবেচনা করে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরএফইএফ রেয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। অবশেষে জার্মান ডিফেন্ডারকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করে রায় ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
অবশ্য এই শাস্তিতে রুডিগারের খুব একটা যায়-আসছে না। কেননা মঙ্গলবারই (৩০ই এপ্রলি) তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। রেয়াল বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই রুডিগারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। ফলে, এই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে পার হয়ে যাবে তার নিষেধাজ্ঞার সময়ও।
গত শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচের অতিরিক্ত সময়ে চোট পান রুডিগার। উত্তেজনায় ঠাসা ওই ঘটনাবহুল লড়াইয়ে সতীর্থ কিলিয়ান এমবাপের বিরুদ্ধে একটি ফাউল ধরায় রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার ওপর ক্ষুব্ধ হন তিনি ও তার সতীর্থরা। বেঞ্চ থেকে তেড়ে গিয়ে স্প্যানিশ রেফারির দিকে একটি বস্তু ছুড়ে মারেন রুডিগার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেটি ছিল বরফের টুকরো।
রেফারি অবশ্য তার ম্যাচ রিপোর্টে ওই ঘটনার বিষয়ে লিখেছিলেন, ‘টেকনিক্যাল এরিয়া থেকে একটা বস্তু ছুঁড়ে মারা হয়েছে, যেটা আমার গায়ে লাগেনি।’ বিবিসির কলামিস্ট ছোড়া ওই বস্তুকে ‘বরফের টুকরো’ বলে উল্লেখ করেন।
এদিকে বেলিংহ্যামের ক্ষেত্রে শৃঙ্খলা কমিটি রিয়ালের যুক্তি শোনার পর ভিডিও প্রমাণে দেখে, রেফারির রিপোর্টে যা বলা হয়েছে, বাস্তবে তা ভিন্ন। ভিডিওতে আগ্রাসী মনোভাব বা সতীর্থদের দ্বারা আটকে রাখার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে কমিটি সিদ্ধান্ত দেয়, রেফারির রিপোর্টে সুস্পষ্ট ভুল হয়েছে। ফলে বেলিংহ্যামের লাল কার্ড বাতিল করা হয়।
কোপা দেল রে ফাইনালে নামার আগেই রেফারির বিরুদ্ধে সম্ভাব্য পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল রিয়াল। ম্যাচের আগে সংবাদ সম্মেলন, অনুশীলন ও অফিসিয়াল ফটোসেশনে অংশ নিতেও অস্বীকৃতি জানায় ক্লাবটি। তাদের অভিযোগ, রেফারি ডে বুরগোস এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গঞ্জালেস ফুয়ের্তেস তাদের প্রতি বিদ্বেষ ও শত্রুতা প্রদর্শন করেছেন। যে কারণে শুরুর আগেই ম্যাচ নিয়ে ছিল চরম উত্তেজনা।
সেই উত্তেজনার ফলেই শেষ দিকে রিয়ালের তিনজনকে লাল কার্ড দেখতে হয়েছিল।
মন্তব্য করুন