
		ক্রীড়া ডেস্ক: ক্রীড়াঙ্গনে গুণগত ও যৌক্তিক সংস্কার চেয়েছেন বিসিবির সাবেক পরিচালক সাজ্জাদুল আলম ববি। যে সংস্করণের মাধ্যমে লাভবান হবে দেশের ক্রিকেট। তবে, নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে ক্রীড়াঙ্গন যাতে ক্ষতির সম্মুখিন না হয় সেটিও বিবেচনা করতে বললেন সাবেক এই বোর্ড পরিচালক। বর্তমানে যেভাবে জোড়াতালি দিয়ে বোর্ড পরিচালনা করা হচ্ছে তা নিয়েও অসšোষ জানান তিনি। গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন পর দেশের ক্রীড়াঙ্গনে আসে ব্যাপরক পরিবর্তন। নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নের মাধ্যেমে বোর্ড সভাপতি হন ফারুক আহমেদ। তবে বোর্ড সভাপতি হওয়ার পর তাকে ঘিরে জনমনে যে প্রত্যাশা ছিলো তা পূরণ হয়নি। উল্টো তার বেশ কিছু একক সিদ্ধান্তের কারণে সমালোচিত হচ্ছে বোর্ড। এর আগে গঠনতন্ত্রের পরিবর্তন এনে ক্লাব কাউন্সিলরশিপের সংখ্যা কমিয়ে দেয়ার প্রস্তাব করা হয়েছিলো। পরে ক্লাব কর্মকতাদের তোপের মুখে পড়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড। এই বিষয়গুলো মোটেও ভালোভাবে দেখছেন না সাবেক বোর্ড পরিচালক সাজ্জাদুল আলম ববি। বৈশাখী টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে দেশের ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেট সংশিষ্টদের স্বার্থে। বিসিবির পরিচালনা পর্ষদের ২৫ জনের বিপরীতে এখন পরিচালনা করা হচ্ছে ৯ জন বোর্ড পরিচালক দিয়ে। যা নিয়ে মোটেও সন্তুষ্ট নন সাজ্জাদুল আলম ববি। ক্রিকেটের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানাও বিসিবির সাবেক এই বোর্ড পরিচালক।
মন্তব্য করুন