
		ক্রীড়া ডেস্ক : হাম্বানটোটায় ৬ ম্যাচের যুব ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের চতুর্থ খেলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় দিয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ অণূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
শ্রীলঙ্কাকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ৮২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। বিদেশের মাটিতে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।
জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক ভিমাথ দিনসারার সর্বোচ্চ ৬৬ রানে দলিয় ১৯০ রান তুলতেই সব উইকেট হারায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন আল ফাহাদ। দুটি করে উইকেট নিয়েছেন সানজিদ মজুমদার ও আজিজুল হাকিম।
মন্তব্য করুন