মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বায়ার্নের ৩৪ আর হ্যারি কেইনের প্রথম শিরোপা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৬:৩১ এএম

ক্রীড়া ডেস্ক: লাইপজিগের পোলসেন শেষ সেকেন্ডে গোল করে থামিয়ে দিলেন বায়ার্নের লিগ শিরোপার উৎসব। এর আগে ইউসুফ পোলসেনের গোলের আগে খেলা বাকি ছিল কয়েক সেকেন্ড। প্রথম শিরোপা পাওয়ার আনন্দ উদযাপন করতে দর্শক সারি থেকে মাঠেই নেমে এসেছিলেন হ্যারি কেইন।

এদিকে প্রথম শিরোপার অপেক্ষাও বেড়েছে হ্যারি কেইনের। কিন্তু অপেক্ষার মেয়াদ বেড়েছিল কেবল ১ দিনের জন্য। গতকাল রাতেই বুন্দেসলিগার ম্যাচে ফ্রাইবুর্গের সঙ্গে ২-২ গোলে ড্র করে বায়ার লেভারকুসেন।

সেটাই নিশ্চিত করে দিল বায়ার্ন মিউনিখের রেকর্ড ৩৩তম বুন্দেসলিগা শিরোপা। সেইসঙ্গে নিশ্চিত হলো হ্যারি কেইন অবশেষে পাচ্ছেন নিজের প্রথম দলগত সাফল্য।

ইংল্যান্ডের হয়ে দুটো ইউরোতে ফাইনাল হেরেছেন, টটেনহামের হয়ে এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হেরেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগেও বেশ কয়েকবারই খুব কাছ থেকে ফিরতে হয়েছে তাকে।

এতকিছুর পর অনেকটা শিরোপা জয়ের তাগিদেই বায়ার্ন মিউনিখে এসেছিলেন ঘরের ক্লাব টটেনহাম ছেড়ে। কিন্তু দুর্ভাগ্য তাড়া করেছে এখানেও। বায়ার্ন মিউনিখের হয়ে ডিএফএল সুপার কাপে পরাজয়। লিগ শিরোপাও গেলবার হাতছাড়া হয়েছিল তার।

তবে গতকাল ফ্রাইবুর্গের সঙ্গে লেভারকুসেনের ড্র নিশ্চিত করল অবশেষে শিরোপা পাচ্ছেন কেইন। পেশাদার ক্যারিয়ার শুরুর ১৫ বছর পর প্রথমবার পেলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। ৩৪ ম্যাচের লিগে ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৭৬, সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৮।

এই ড্রয়ের পর বায়ার্ন মিউনিখ নিশ্চিত করল তাদের ৩৪তম বুন্দেসলিগা শিরোপা। সর্বশেষ ১৩ মৌসুমে এটি তাদের ১২তম শিরোপা। টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লেভারকুসেনের কাছেই শিরোপা বিসর্জন দিতে হয়েছিল তাদের। বাভারিয়ানরা এক মৌসুম পরেই সেটা নিজেদের করে নিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা