
		ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বাৎসরিক র্যাঙ্কিং হালনাগাদে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে তারা। এক ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে আছে নাজমুল হোসেন শান্তর দল।সোমবার (৫ মে) র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। ৭৬ পয়েন্ট নিয়ে দশমস্থানে বাংলাদেশ। আর ৮৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে ক্যারিবিয়ানরা। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।র্যাঙ্কিং হালনাগাদে গেল বছরের মে মাস থেকে দলগুলোর শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া আগের দুই বছরের শতকরা ৫০ ভাগ করে পারফরম্যান্স বিবেচনায় এসেছে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন জয় পায়নি বাংলাদেশ। এর আগে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ পরাজয় এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির কারণ র্যাঙ্কিংয়ে স্পষ্ট।র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট। দুই রেটিং পয়েন্ট বাড়িয়ে (১২৪) শীর্ষে রোহিত শর্মার দল। তাদের চেয়ে ১৫ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। এছাড়া তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর শ্রীলঙ্কার অবস্থান। শ্রীলঙ্কার পরে রয়েছে পাকিস্তান ও সাউথ আফ্রিকা। আফগানিস্তানও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। ৪ পয়েন্ট বাড়ার পর সপ্তম স্থানে উঠে এসেছে আফগানরা। এক ধাপ পিছিয়ে আটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ডে।
মন্তব্য করুন