
		ক্রীড়া ডেস্ক : চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ ফুটবল লিগের চলতি মৌসুমের শিরোপা জয়ের পথে এগিয়ে গেলো বার্সেলোনা। ঘরের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে বার্সা ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে কাতালানরা।
ম্যাচ জিতলেই চলতি মৌসুমের বাকি ৩ ম্যাচের ১টিতে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার, এমন সমীকরন নিয়ে নিজেদের মাঠে বার্সেলোনা আতিথ্য দেয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। আর বছরের শেষ এল ক্লাসিকোতে শ্বাসরুদ্ধকর জয় দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। সফরকারিদের ৪-৩ গোলে হারিয়েছে হ্যানসি ফ্লিকের দল। আর বাকি ৩ ম্যাচে ১টি জয় পেলেই নিজেদের ২৮ তম লা লিগা শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা
অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে দুই দলের লড়াই। ৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টির গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ১৪ মিনিটে এই ফরাসি তারকার জোড়া গোলে ব্যবধান বাড়ে সফরকারিদের। তবে, এরপর থেকেই ঘরের মাঠে দাপট দেখানো শুরু হয় বার্সেলোনার।
১৯ মিনিটে এরিক গারসিয়া, ৩২ মিনিটে লামিনে ইয়ামাল একটি করে আর ১১ মিনিটের ব্যবধানে রাফিনিয়া জোড়ো গোল করলে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭০ মিনিটে এমবাপ্পের হ্যাটট্রিক গোলে রিয়াল মাদ্রিদ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে ব্যর্থ হয় দলটি। আর ৪-৩ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সেলোনা।
মন্তব্য করুন