মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দুই ভাগে বুধবার আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৫:৪৫ এএম

ক্রীড়া ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এতে বহির্বিশ্বের পাশাপাশি এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচে।

মে মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা কথা ছিলো। তবে আসন্ন সেই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে লিটন দাসের দল।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৪ই মে) দুই বহরে বিভক্ত হয় আরব আমিরাত যাবে বাংলাদেশ। শুরুতে সকালে এবং এরপর সন্ধ্যায় যাবে টাইগাররা।

সূচি অনুযায়ী,ম্যাচ রয়েছে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়। এই সিরিজ থেকেই মূলত আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

নতুন অধিনায়ক লিটন কুমার দাসের প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজ। যেখানে তিনি ডেপুটি হিসেবে পাচ্ছেন শেখ মেহেদি হাসানকে। যদিও সহ-অধিনায়ক পদে শেখ মেহেদির থাকাটা পূর্ণমেয়াদের না।

এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ শুরুর পরিকল্পনা ছিল, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। তবে সিরিজটির ভবিষ্যৎ এখনো অন্ধকার।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘাম ঝরিয়েছে দুই সিরিজকে সামনে রেখেই। টি-টোয়েন্টির দলে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা