
		অনলাইন ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। আজ সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে। ১৬ মে অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে সন্ধ্যায় আরেক সেমিফাইনালে স্বাগতিকরা লড়বে মালদ্বীপের বিপক্ষে।
এ গ্রুপে ছিল বাংলাদেশ। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় বাংলাদেশ এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। মালদ্বীপ দুই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ।
একই ভেন্যুতে অন্য ম্যাচে অন্য গ্রুপের খেলায় স্বাগতিক ভারত ৪-০ গোলে নেপালকে হারায়। ভারত দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে। নেপাল গ্রুপ রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে খেলবে। বাংলাদেশ এ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় বি গ্রুপের রানার্স আপ নেপালের মুখোমুখি হবে।
মন্তব্য করুন