
		ক্রীড়া ডেস্ক: খেলোয়াড়দের অনুশীলনসহ বিভিন্ন ইভেন্টে বলের পেছনে বছরে কোটি কোটি টাকা ব্যয় করতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বলের খাতে ব্যয় কমাতে জাপানি কোম্পানি মলটেনের সাথে তিন বছরের সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষর করেছে বাফুফে।
চুক্তি অনুযায়ী প্রতি বছরে ২ হাজার বল বিনামূল্যে প্রদান করবে মলটেন। বাকি দুই হাজার বল নির্ধারিত দামের চেয়ে আরো সাশ্রয়ী মূল্যে প্রদান করবে তারা। এতে ৩ বছর দেড় কোটি টাকা সাশ্রয় হবে বাফুফের।
২০২৪ সালে বাফুফে তিন হাজারের বেশি মলটেন বল কিনেছিল। বাফুফের দেয়া তথ্যমতে, বছরে বিভিন্ন ইভেন্ট ও অনুশীলনের জন্য বছরে ৪ হাজার বল ব্যবহার করে। এরপরও যদি বেশি সংখ্যক বল প্রয়োজন হয় সেটা বাফুফে চাইলে অন্য কোম্পানির থেকে কিনতে পারে। এতে মলটেনের কোনো বাধা বা শর্ত নেই। এক্ষেত্রে ভালো ব্র্যান্ড এবং মলটেন বল দিয়েই বিভিন্ন প্রতিযোগিতা হয়। মলটেনের সঙ্গে চুক্তি হওয়ার পর ক্লাব, জেলাসহ সর্বত্র প্রয়োজনীয় সংখ্যক বল বন্টনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।
বাফুফের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। এই সময় দুই সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন