
		ক্রীড়া ডেস্ক: শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয়ের খুব কাছে ছিল বাংলাদেশ দল। তবে শেষ দিকে বোলিং ব্যর্থতায় আরব আমিরাতের বিপক্ষে ২ উইকেটের ব্যবধানে হারতে হলো টাইগারদের।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ ফরম্যাটে নিজেদের চতুর্থ সর্বোচ্চ ২০৫ রান করেছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ১০ ওভারে ১০৭ রান তুলে চোখ রাঙাচ্ছিল স্বাগতিক আমিরাত। মিডল ওভারে বাংলাদেশ ম্যাচে ফিরলেও এক বল থাকতে ২ উইকেটের জয় তুলে নিয়েছে মোহাম্মদ ওয়াসেমের দল।
এই হারে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় দাঁড়াল। সিরিজ নির্ধারণী ম্যাচ আগামী ২১ মে মাঠে গড়াবে।
মন্তব্য করুন