
		ক্রীড়া প্রতিবেদক: উদ্বোধনী ম্যাচে এসএ টিভিকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বৈশাখী টেলিভিশন। সোমবার (২৬ মে) পল্টন আউটার মাঠে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
তিনি বলেন, ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য বিএসজেএ'কে ধন্যবাদ জানাই। মিডিয়া কর্মীরাও ফুটবল ভালোবাসেন ও খেলেন এই টুর্নামেন্টের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ছবি ও ভিডিও ফিফায় পাঠাবে হবে। এসময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কুলের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক উদ্বোধনী মঞ্চ হিসেবে উপস্থিত ছিলেন।
এদিন প্রথম ম্যাচে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মশিউর রহমান পার্থ দলের হয়ে দুটি গোল করেন। একই ব্যবধানে দিনের দৈনিক যুগান্তর হারায় দৈনিক মানবজমিনকে, চ্যানেল আই ইত্তেফাককে, ঢাকা ট্রিবিউন এটিএন নিউজকে, এটিএন বাংলা রাইজিং বিডিকে হারায়। দৈনিক কালবেলাকে ১০ গোলে হারিয়েছে নিউজ২৪।
দিনের সবচেয়ে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হয়েছে মাছরাঙা টিভি ও প্রথম আলোর মধ্যকার ম্যাচটি। ওই ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। পরে ট্রাইব্রেকারে প্রথম আলো আলো ৩-২ গোলে মাছরাঙাকে হারায়। ৭১ টিভি মাঠে না আসায় ওয়াকওভার পায় দেশ টিভি।
যুগান্তরের হয়ে ইমরান ও জ্যোতির্ময় মণ্ডল একটি করে গোল করেন। তবে ম্যাচসেরার পুরস্কার জেতেন মাজহারুল ইসলাম। ম্যাচের একমাত্র জয়সূচক গোল করে জিহাদ নিউজ ২৪ এর হয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। দুটি শট ঠেকিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন প্রথম আলোর গোলরক্ষক মাহমুদুল হাসান বাপ্পি।
বৈশাখী টিভির মশিউর রহমান পার্থ জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন। গোল করে চ্যানেল আইকে জেতানো মিলন পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতি। ঢাকা ট্রিবিউন ও এটিএন বাংলার হয়ে যথাক্রমে ম্যাচ নাফিউল আজম এবং মুশফিকুর রহমান। ম্যাচ সেরাদের হাতে বিএসজেএ ক্রেস্ট ও কুলের গিফট হ্যাম্পার তুলে দেন বাফুফে নির্বাহী সদস্য সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন,বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব,বিএসজেএ সদস্য মাকসুদা লিসা, টুর্নামেন্ট কমিটির যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম রবি, প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন মাসুম, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক ও বিএসজেএ সদস্য তারেক মাহমুদ।
মন্তব্য করুন