
		ঢাকায় ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম।
বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল আটটা নাগাদ তিনি ঢাকা পৌঁছান। ফাহমিদুলের জন্য ঢাকা বিমানবন্দরে বাফুফের প্রটোকল অফিসার এসেছেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশের টিম হোটেলে নিয়ে যাওয়া হয় । আগামী পরশু দিন অন্য জাতীয় দলে ডাক পাওয়া অন্য ফুটবলারও যোগ দেবেন। সবার আগে ফাহমিদুল আসলেন।
মার্চ উইন্ডোতে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ছাড়াই সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছেছিল বাংলাদেশ দল। ফাহমিদুলকে বাদ দেয়ায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রচন্ড সমালোচনা হয়েছিল। তাকে দলে ফেরানোর জন্য বিক্ষোভ মিছিলও করেছিলেন সমর্থকরা।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতিকে তলব করেছিলেন। ফাহমিদুল সৌদি আরব ক্যাম্পে সপ্তাহ খানেকের বেশি সময় অনুশীলন করেছিলেন।
সম্ভাবনাময় খেলোয়াড়কে কোচ ঢাকায় না আনায় বাফুফে কর্মকর্তারাও বিস্মিত ছিলেন। জাতীয় দল কমিটির সভায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকেও ফাহমিদুল নিয়ে বড় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল।
এতে কোচ ফাহমিদুলকে পুনরায় ডাকতে বাধ্য হয়েছেন। এবার বাফুফে কর্তারা স্বচক্ষে ফাহমিদুলের অনুশীলন দেখতে পাবেন।
মন্তব্য করুন