
		৫ বছর পর আন্তর্জাতিক ফুটবল ফিরলো জাতীয় স্টেডিয়ামে। সংস্কার কাজের জন্য ২০২০’র নভেম্বরের পর আর জাতীয় স্টেডিয়ামে কোন খেলা হয়নি। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে লড়ছে স্বাগতিক বাংলাদেশ ও ভুটান।
দেশের মাটিতে প্রথমবারের মতো খেলছেন ইংলিশ লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। এই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। নিজেদের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ৬ মিনিটে অধিনায়ক জামাল ভূইয়ার কর্ণার থেকে দারুণ হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন হামজা চৌধুরী। দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যাচের ষষ্ঠ মিনিটেই হামজার ম্যাজিক। জাতীয় দলের হয়ে প্রথম গোল করলেন হামজা। আর তাতেই লিড নিলো স্বাগতিকরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি খেলোয়াড় হামজা চৌধুরীকে উন্মাদনা কোনো কমতি নেই। ঘরের মাঠে অভিষেক ম্যাচের ছয় মিনিটের মাথায় গোল করে দর্শকদের আনন্দে ভাসালেন হামজা। দলে ফেরা জামাল ভূঁইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যে। অনেকটা লাফিয়ে উঠে হেডে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন হামজা। ষষ্ঠ মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেলো বাংলাদেশ। বাংলাদেশের জার্সিতে এটিই হামজার প্রথম গোল।
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবলের ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে খেলছে বাংলাদেশ দল।
মন্তব্য করুন