মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৯:৫২ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিজস্ব সংবাদ সম্মেলনে ফেডারেশনের সদস্য সাখাওয়াত হোসেন ভুঁইয়া জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন।

শনিবার (১৪ জুন) রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটির ১৪ সদস্য। সংবাদ সম্মেলনে বাফুফের আগামী ছয় মাসের পরিকল্পনা ও কার্যক্রম সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরার এই তুলে ধরা হয়।

এসময় বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াতকে ফেডারেশনেরন অভ্যন্তরীণ অডিট ও সরকারি সম্পর্ক বিষয়ে কথা বলেন। এক পর্যায়ে তিনি ক্যাবরেরার পদত্যাগ দাবি করে বসেন, ‘অডিট নয়, আমার একমাত্র এজেন্ডা জাতীয় দল। কমিটির সদস্য হিসেবে স্পষ্ট করে বলছি, আমি ক্যাবরেরার পদত্যাগ চাই। এটা ১৮ কোটি মানুষের দাবি।’

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন। তবে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে বলেন, যেটা হয়েছে আনফরচুনেট। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব। সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বেও একাধিক সাংবাদিক হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে প্রশ্ন করেছেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রথমে এর উত্তর দেননি। পরবর্তীতে আবারও প্রশ্ন হলে তিনি বলেন, ‘এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি অ্যাসেসমেন্ট ও রিভিউ হবে। সেখানে অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাদের প্রশ্ন নেয়া হবে এবং উত্তরও দেওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা