মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হকিতে পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ, টুর্নামেন্টে নেই ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১১:৪০ এএম

জুনিয়র এশিয়া কাপ হকি (অনূর্ধ্ব-১৮) আগামী ৩-১৩ জুলাই চীনের দাজহু শহরে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের ফিকশ্চার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফিকশ্চারে বালক-বালিকা কোনো বিভাগেই ভারতের নাম নেই। অর্থাৎ, অংশ নিচ্ছে না দেশটি।

বাংলাদেশ বালক বিভাগে ‘এ’ গ্রুপে পড়েছে। যে গ্রুপে শীর্ষ প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে রয়েছে স্বাগতিক চীনও। অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে অবশ্য ছয়টি দল। সেখানে রয়েছে মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান।

বালক বিভাগে দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। অন্য দলগুলো ৫-৯ম পজিশনের জন্য লড়বে। বাংলাদেশ গ্রুপের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হলে পাকিস্তান ও চীনকে পেছনে ফেলতে হবে। এর আগে জুনিয়র এশিয়া কাপে রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে একেবারে অন্তিম মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ ট্রফিবঞ্চিত হয়।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করছে। নারী দলও ‘এ’ গ্রুপে পড়েছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, হংকং ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা ও কাজাখস্তান।

জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের সাফল্য রয়েছে। হকিকে বেশ গুরুত্ব দেয় ভারত। জুনিয়র এশিয়া কাপের ফিকশ্চারে ভারত না থাকা বেশ বিস্ময়কর। কেন ভারত নেই সেটা এখনও জানা যায়নি। ভারত সম্প্রতি সাফ অ-২০ নারী টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা