মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
ফিফা ক্লাব বিশ্বকাপ

ড্র করেও শেষ ষোলোতে মেসির ইন্টার মিয়ামি 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০১:০৭ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:১২ পিএম

ফিফা ক্লাব বিশ্বকাপে ড্র করেও শেষ ষোলোতে উঠে এসেছে মেসির দল ইন্টার মিয়ামি। পালমেইরাস-ইন্টার মায়ামি ২-২ গোলের ড্র শেষে দুই দলই গ্রুপপর্ব শেষ করেছে ৫ পয়েন্ট নিয়ে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপসেরা পালমেইরাস হয়েছে। আর ইন্টার মায়ামি শেষ করেছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে।

খেলা শেষের বাকি তখন পর্যন্ত ১৫ মিনিট। সেই পর্যন্ত ম্যাচে ইন্টার মিয়ামি ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে এগিয়ে ছিল ২-০ গোলে। ফলাফল অনুযায়ী, রাউন্ড অব সিক্সটিনে আরও এক ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি হতে হতো লিওনেল মেসির দলকে। কিন্তু, শেষ ১১ মিনিটে যা হলো ম্যাচে, সেটা ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপে খানিক বেকায়দায় ফেলেছে।

নিজ শহরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে জয় নিয়ে ফিরতে পারেনি মায়ামি। ৭৯ মিনিট পর্যন্ত মায়ামির তায়েদো আলেন্দে ও লুইস সুয়ারেজের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল পালমেইরাস। কিন্তু হাল ছাড়েনি দলটি। ৮০ মিনিটে পাউলোনিও গোল করে ম্যাচে ফেরার আভাস দেয়। আর ৮৭ মিনিটে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মাউরিসিও।

রাউন্ড অব সিক্সটিনে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ইউরোপিয়ান ফুটবলের দল পিএসজি। সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই দলের সঙ্গে মেসির সখ্যতা বেশ পুরাতন। ইন্টার মায়ামিতে আসার আগে পিএসজিতেই খেলেছিলেন মেসি। যদি সেই অধ্যায় শেষ হয়েছিল তিক্ততা দিয়ে।

আবার পিএসজির কোচ হিসেবে আছেন লুইস এনরিকে। তার একসময়ের বার্সেলোনা শিষ্য মেসি, আলবা, বুসকেটসরা এখন মায়ামির খেলোয়াড়। আবার সেই দলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোও এনরিকের বার্সেলোনা অধ্যায়ের শিষ্য।

আগের ম্যাচে বোতাফোগোর বিপক্ষে হেরেছিল পিএসজি। তবে গতকাল রাতে সিয়াটল সাউন্ডনেসের বিপক্ষে ২–০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি। তাদের সঙ্গী হয়েছে বোতাফোগো। বাদ পড়েছে এই গ্রুপের অন্য হেভিওয়েট দল অ্যাতলেটিকো মাদ্রিদ। বোতাফোগো দ্বিতীয় হবার সুবাদে রাউন্ড অব সিক্সটিনে খেলবে পালমেইরাসের বিপক্ষে।

বোতাফোগো অবশ্য নিজেদের শেষ ম্যাচ হেরেছে অ্যাতলেটিকোর কাছে। গ্রুপের শেষ ম্যাচের পর পিএসজি, বোতাফোগো এবং আতলেতিকোর পয়েন্ট ছিল সমান ৬। কিন্তু গোল ব্যবধানে পিএসজি ছিল সবার ওপরে, এরপর দুইয়ে ছিল বোতাফোগো। সেই সুবাদেই ব্রাজিলিয়ান ক্লাবটি জায়গা করে নিয়েছে রাউন্ড অব সিক্সটিনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা