
		চেক প্রজাতন্ত্রে প্রবাসী বাংলাদেশিদের গৌরব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে একটি ক্রিকেট ক্লাব — প্রাগ টাইগার্স, যা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়।
সম্প্রতি, দলটি ইউরোপিয়ান প্রিমিয়ার বিভাগের ECS ক্রিকেট সিরিজ (পুরুষ) T10 চেকিয়া ২০২৫-এ অংশ নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ২২ জুন অনুষ্ঠিত টুর্নামেন্টে তারা প্রতিপক্ষ প্রাগ ক্রিকেট ক্লাবকে ৩০ রানে পরাজিত করে।
গত বছর ক্লাবটি সেমিফাইনালে উঠেছিল। তারা চেক ক্রিকেট বিভাগ ২-এ চ্যাম্পিয়ন হয়ে বিভাগ ১-এ উন্নীত হয়েছিল। এর আগে, ২০২৩ সালে PRO 40 DIVISION TWO RUNNERS-UP হয়েও প্রশংসিত হয় ক্লাবটি।
এই ক্লাবের ৪ জন সদস্য ইতিমধ্যে চেক জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন, যা প্রবাসী কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের বিষয়।
মূলত বিভিন্ন পেশার (বিশেষ করে আইটি ও ফিনান্স খাতে) প্রবাসী বাংলাদেশিরা খেলাধুলার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন এই ক্লাবের হয়ে।
মন্তব্য করুন