
		তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দলের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকদের অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে এ সিরিজ দিয়েই ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে মেহেদী মিরাজের। একই সঙ্গে ২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ এমন একটি ম্যাচ খেলতে নামছে যে ম্যাচে নেই পঞ্চপান্ডবের কেউ।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।
মন্তব্য করুন