
		ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে চমক দেখিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। তবে সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে তারা হেরে গেল আসরের সবচেয়ে আন্ডারডগ দল ফ্লুমিনেন্সের কাছে।
শনিবার (৫ জুলাই) সিটিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ব্রাজিলিয়ান ক্লাবটি। একদিকে আর্থিক দুর্দশায় জর্জরিত ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। দলে নেই খুব বেশি তারকা ফুটবলার। ৪০ বছর বয়সী থিয়াগো সিলভার নেতৃত্ব-ই যেখানে অন্যতম ভরসা। অন্যদিকে সৌদি আরবের শক্তিশালী ক্লাব আল হিলাল। অর্থের দাপটে তারা দলে ভিড়িয়েছে ইউরোপের একাধিক তারকাকে। ফ্লুমিনেন্স তাই মাঠে নেমেছিল আন্ডারডগ হিসেবেই। আল হিলালের বিপক্ষে ফ্লুমিন্সে এগিয়ে যায় ম্যাচের প্রথমার্ধেই। ৪০তম মিনিটে জোয়াও কানসেলো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান গ্যাব্রিয়েল ফুয়েন্তেস। তিনি পাস দেন মাথিয়াস মার্টিনেল্লিকে। এ মিডফিল্ডার ডান কর্নার থেকে দারুণ এক শটে কোণ দিয়ে জাল খুঁজে নেন।
অধিনায়ক সিলভা বলেছেন, নিজেদের সামর্থ্যের চেয়ে বেশি করেছেন তারা। তিনি বলেন, ‘যদি আমাকে কিছুক্ষণ আগেও প্রশ্ন করতেন, আমরা সেমিফাইনালে যেতে পারব কি না, আমি বলতে পারতাম না, বিশ্বাস করতে পারতাম না, কারণ আমি যেটা পারব সেটাতেই বিশ্বাস করি। এটা আমাদের সামর্থ্যের চেয়েও বেশি ছিল।’
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সমতায় ফেরে আল হিলাল। কর্নার থেকে সতীর্থের ক্রস কৌলিবালির হেডের পর গোলমুখে পেয়ে যান মার্কোস লিওনার্দো। দুই পায়ে বল নিয়ন্ত্রণের পর জোরালো শটে বল জালে পাঠান তিনি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে লড়াই। ৭০তম মিনিটে ফ্লুমিনেন্সকে লিডে ফেরান বদলি খেলোয়াড় হার্কিউলিস। সতীর্থের পাস বক্সে পেয়ে জোরালো শটে জাল কাঁপান তিনি। তার এ গোলের ব্যবধানেই জয় নিশ্চিত হয় ফ্লুমিনেন্সের। এর আগে ইন্টার মিলানের বিপক্ষেও বদলি নেমে গোল করেছিলেন তিনি।
মন্তব্য করুন