
		শনিবার আরও একটি ম্যাচ খেলতে নামছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। টানা সাত ম্যাচ জয়হীন বাংলাদেশ। আজ হারের বৃত্তটা ভেঙে সিরিজ বাঁচানোর মিশনে নামবে মিরাজ-শান্তরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশের সময় বেলা তিনটায় শুরু হবে।
ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। পঞ্চাশ ওভারের খেলা ক্রিকেটাররা ভালো বোঝেন এবং ভালোই খেলেন। কিন্তু এখন সেই পছন্দের ফরম্যাটেই বাংলাদেশের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। শেষ সাত ওয়ানডেতে জয়হীন তারা। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়, বাকি সব ম্যাচেই দলই হেরে গেছে। ফলে ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান এখন শঙ্কাজনক। আজ আরও একটি ম্যাচ খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। এই ম্যাচে হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ সফরকারীদের সামনে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় সমস্যার নাম ব্যাটিং। লম্বা সময় ধরেই ব্যাটিং ভোগাচ্ছে পুরো দলকে। বোলিং-ফিল্ডিং ভালো হলেও ব্যাটিং হচ্ছে না ঠিকঠাক। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাখ্যাতীত ব্যাটিংয়ের পর বাংলাদেশ দল আজ কেমন করে সেটি দেখতে মুখিয়ে বাংলাদেশি ভক্তরা।
বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে একাধিক পরিবর্তনের সম্ভবনা রয়েছে। সিরিজে ফেরার এই ম্যাচে একাদশে নাও থাকতে পারেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডের একাদশে না থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন ফিরতে পারেন।
সূত্রে জানা গেছে, ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাসকিনকে বিশ্রাম দেওয়া হতে পারে। তিনি না খেললে তার জায়গায় নাহিদ রানা আসবেন। আর তানভীরের বদলে দেখা যেতে পারে রিশাদকে। প্রথম ওয়ানডে ম্যাচের আগে পেটের অসুখে পড়েন লেগ স্পিনার রিশাদ।
এছাড়া উইকেট কিপার ব্যাটার লিটন দাস হয়তো আরও একটি সুযোগ পেতে পারেন।
মন্তব্য করুন