
		অক্টোবরে বাহরাইনে ৩য় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলেডেরাটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে এস এ গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য থাইল্যান্ড থেকে কোচ আনা হচ্ছে।
আজ (৩ আগস্ট) রোববার প্যাটারাথ্রোর্ন পাসারা আগামী ২ মাসের জন্য বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের জন্য চুক্তিভিত্তিক কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন। কোচের পারফরম্যান্স সন্তোষজনক হলে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়তে পারে।
মাত্র ২৫ বছর বয়সী থাই এই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র্যাংকিং ৩১৪ নম্বরে ছিল। তখন তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন। বর্তমানে তিনি ডব্লিউটিটি বা আইটিটিএফ এর বিশ্ব ট্যাবিল টেনিসের র্যাংকিং এ সক্রিয় নন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ জানান, থাই কোচ আনার পাশাপাশি ইচ্ছা আছে বিদেশ থেকে সহকারী কোচ বা প্যাকটিস পার্টনার আনার। এছাড়া প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর ইচ্ছা রয়েছে।
তিনি আরো জানান, এই মুহুর্তে ক্যাম্পে অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি টিম রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন জন ক্যাম্পে রয়েছে। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে সিনিয়র টিমের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে। তবে থাই কোচের কাছে সম্ভাবনায় সিলেক্টেড কিছু খেলোয়াড়দের আগে দেয়া হবে। স্থানীয় কোচদের অধীনে বাকিরা প্রশিক্ষণ নেবেন।
মন্তব্য করুন