
বিশ্বকাপ বাছাইপর্বে মেসি ও রোনালদোর গোল ছিল সমান ৩৬টি করে। আর্মেনিয়ার বিপক্ষে প্রথম গোলেই এই সমতা ভেঙে দেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
শনিবার রাতে খেলা একতরফা ম্যাচে আর্মেনিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। প্রথম ২০ মিনিটেই পেদ্রো নেতোর বাড়ানো বল কাছ থেকে ঠেলে দেন সিআরসেভেন। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। মাঠে ফিরেই এক মিনিট না যেতেই দুর্দান্ত ভলিতে জালের দেখা পান ও বিশ্বকাপ বাছাইয়ে তার গোল সংখ্যা ৩৮ –এ এসে দাঁড়ায়।
৪০ বছর বয়সে এসে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী মেসিকে। যেখানে মেসির ৩৬ গোল করতে লেগেছে ৭২ ম্যাচ, সেখানে রোনালদো করেছেন মাত্র ৪৮ ম্যাচে। গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের বিশ্বরেকর্ড (৩৯ গোল) ভাঙা থেকে মাত্র দুই গোল দূরে রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল হলো ১৪০টি, যেখানে মেসির গোল ১১৪টি।
মন্তব্য করুন